বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি’ 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

‘এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি’ 

এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে গত বুধবার মধ্যনগর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সভায় উপজেলার ৩২টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি নির্বিঘ্নে পূজা উদ্যাপন করার জন্যে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেও পূজা উদ্যাপন কমিটির নেতাদের আশস্ত করেন।

সভায় প্রাক্তন শিক্ষক সুরঞ্জন সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, মধ্যনগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, তাহিরপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, মধ্যনগর বাজার পূজা কমিটির সভাপতি দীপক তালুকদার-সহ অনেকেই।

টিএইচ